হাওয়া লেগে দুলে চলে।
গাঁয়ের মেঠো পথে হেঁটে,
তোমার ছোঁয়া লাগে মনে।
পাখির সুরে গাওয়া গান,
মাটির ঘ্রাণে জাগে প্রাণ।
তোমায় নিয়ে স্বপ্ন বুনি,
সোনার ধান আর চাঁদের হুঁসনি।
#bluesky
#bangladesh
হাওয়া লেগে দুলে চলে।
গাঁয়ের মেঠো পথে হেঁটে,
তোমার ছোঁয়া লাগে মনে।
পাখির সুরে গাওয়া গান,
মাটির ঘ্রাণে জাগে প্রাণ।
তোমায় নিয়ে স্বপ্ন বুনি,
সোনার ধান আর চাঁদের হুঁসনি।
#bluesky
#bangladesh