সাবিনা আর মৌসুমী—দুই বান্ধবী। একদিন তাদের কলেজের এক গ্রামীণ মেলা উপলক্ষে তারা শাড়ি পরে বের হয়। মৌসুমীর হলুদ-কমলা রঙের শাড়ি যেন সোনালি আলোয় ভেসে বেড়ায়, আর সাবিনার সবুজ শাড়ি তাকে একটা ধীর সৌন্দর্যে মুড়ে রাখে।
মেলায়, সাবিনা হঠাৎ তার ছোটবেলার বন্ধু রাজীবের মুখোমুখি হয়, যে এখন শহর থেকে এসেছে নিজের গ্রামের ঘরে বেড়াতে। রাজীব মুগ্ধ হয়ে তাকায় সাবিনার দিকে—এই চেহারা তার পরিচিত, কিন্তু এতটা পরিণত রূপে নয়।
He was compassionate and humble. He cared deeply about immigrants, families suffering in war zones, the poor, those of other faiths and the LGBTQ+ community. He did not condemn or judge but urged us to love and care for each other. He was the best Pope of my life time. Thank you Pope Francis .