নিরব জলের রাজ্যে রঙিন কিছু প্রাণ… একুরিয়ামের মাছগুলো শুধু ঘরের শোভাই নয়, মনকেও দেয় প্রশান্তি। ওদের শান্ত সাঁতার যেন জীবনের ব্যস্ততা ভুলিয়ে দেয় কিছুক্ষণ… 🐠✨
মাইলস্টোন স্কুল ট্রাজেডি — এক অসহনীয় ক্ষতের নাম। শিক্ষালয়ের দেওয়ালে আজও প্রতিধ্বনিত হচ্ছে সেই কান্না, সেই হতবিহ্বল মুহূর্ত। যাদের হারিয়েছি, তারা শুধুই নাম নয় — ছিল স্বপ্ন, আশা আর ভালোবাসার প্রতীক। আমরা শোকাহত, আমরা স্মরণে — কিন্তু আমরা একসাথে।
🙏 শ্রদ্ধা ও ভালোবাসা সেই সকল নিষ্পাপ আত্মার প্রতি।
সাতক্ষীরা জেলাতে টানা কয়েকদিনের ভারী বর্ষণে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর প্রবেশ গেইট হতে শুরু করে অফিসের সামনের রাস্তা, ফুল বাগান আঙিনায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পুকুরও টইটুম্বুর পানিতে ভরে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পুকুরের মাছ ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। পানি জমে থাকায় দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং নোংরা পানিতে চলাফেরার কারনে স্বাস্থ্য ঝুঁকিতেও পড়তে হচ্ছে।
সাতক্ষীরা জেলাতে টানা কয়েকদিনের ভারী বর্ষণে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর প্রবেশ গেইট হতে শুরু করে অফিসের সামনের রাস্তা, ফুল বাগান আঙিনায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পুকুরও টইটুম্বুর পানিতে ভরে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পুকুরের মাছ ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। পানি জমে থাকায় দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং নোংরা পানিতে চলাফেরার কারনে স্বাস্থ্য ঝুঁকিতেও পড়তে হচ্ছে।
সৃষ্টিকর্তার আশীর্বাদ এ আমার প্রিয় স্ত্রীর বোনের মেয়ের ঘর আলো করে প্রথম সন্তানের আগমন ঘটেছে। নতুন এই প্রাণের আগমনে পরিবারের সবার মনে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। পরম করুণাময়ের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
নবজাতকের সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ এবং দীর্ঘ আয়ু কামনা করছি। সৃষ্টিকর্তা যেন সবাইকে তাঁর অশেষ দয়া ও আশীর্বাদে রাখেন।
সৃষ্টিকর্তার আশীর্বাদ এ আমার প্রিয় স্ত্রীর বোনের মেয়ের ঘর আলো করে প্রথম সন্তানের আগমন ঘটেছে। নতুন এই প্রাণের আগমনে পরিবারের সবার মনে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। পরম করুণাময়ের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
নবজাতকের সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ এবং দীর্ঘ আয়ু কামনা করছি। সৃষ্টিকর্তা যেন সবাইকে তাঁর অশেষ দয়া ও আশীর্বাদে রাখেন।
অনেক দিন আগে কিছু সৃতি জড়িয়ে আছে সেই দিন গুলো খুব খুশির ছিল @হাইলাইট করুন Md Shakil Sarker মোঃ আমির সানা স্বপন কুমার দাশ MD Mutaleb Sordar Sohidul Islam Leton
নির্মল প্রকৃতির কোলে এক টুকরো গ্রামীণ জীবন — এখানকার হাট-বাজারে শুধু কেনাবেচা নয়, আছে প্রাণের স্পন্দন, হাসি-আনন্দ আর মানুষের আন্তরিকতা। এই হাটই যেন গ্রামের হৃদস্পন্দন।
বাংলাদেশের শীতকালে যেসব ফল আমাদের হৃদয় ছুঁয়ে যায়, তার মধ্যে খেজুর অন্যতম। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল — যেমন যশোর, খুলনা ও সাতক্ষীরা — খেজুরের রস এবং গুড়ের জন্য বিখ্যাত।
❖ খেজুর গাছ আমাদের গ্রামবাংলার এক অবিচ্ছেদ্য অংশ। নভেম্বর-ডিসেম্বর মাসে গাছ কাটা শুরু হয়, আর ভোরের শিশিরভেজা সকালে মাটির হাঁড়িতে জমে খাঁটি রস। ❖
উটপাখি — উড়তে না পারলেও স্বপ্ন দেখায় আকাশ ছোঁয়ার! বিশ্বের সবচেয়ে বড় পাখি হলেও উড়তে পারে না এই রাজসিক প্রাণীটি। তবুও তার গতি, দৃষ্টিশক্তি আর আত্মবিশ্বাস দেখে অবাক না হয়ে পারা যায় না। আমাদের জীবনেও অনেক সময় উড়তে না পারার কষ্ট আসে, কিন্তু তার মানে এই নয় যে আমরা থেমে যাব। উটপাখির মতো বুক চিতিয়ে সামনে এগিয়ে যেতে হবে — সাহস আর নিজের শক্তির উপর বিশ্বাস রেখ
আজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরা সদর উপজেলার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক মিলনমেলা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় অতিথিরা অংশগ্রহণ করেন।
এই শুভক্ষণে আমরা একসঙ্গে ইফতার করে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের
মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট, সাতক্ষীরা দক্ষিণ বঙ্গের বিনোদনের সবথেকে সুন্দরতম দার্শনিক স্থান #মোজাফফর_গার্ডেন#সাতক্ষীরা#রিসোর্ট @highlight Satkhira Info BD Little Traveler ক্ষুদ্র ট্রাভেলার Animals BD